ফটোনিউজবিডি ডেস্ক:
ম্যাচ চলাকালে আম্পায়ারিং ইস্যু নিয়ে বেজায় ক্ষিপ্ত ছিলেন হারমানপ্রীত কৌর। এরপর ম্যাচ শেষে দুই দলের একসঙ্গে ফটো সেশনের সময়ও বাংলাদেশের খেলোয়াড়দের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করে বসেন তিনি। যে কারণে বাংলাদেশ অধিনায়ক ফটো সেশন সংক্ষিপ্ত করে চলে যান ড্রেসিংরুমে।
পরবর্তীতে জ্যোতি এ প্রসঙ্গে বলেন, ‘ও এমন কিছু শব্দ বলেছে যা আমি বলতে পারছি না। এটা তো জেন্টালম্যান গেম, ওখানকার পরিবেশ এমন ছিল তাই দল নিয়ে সরে আসছি।‘
ম্যাচ রেফারির কাছে এই ঘটনা নিয়ে অভিযোগ করবেন কি না জ্যোতি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা ম্যাচের বাইরের ঘটনা তাই এ নিয়ে আর অভিযোগ দিচ্ছি না। ম্যাচে যা হয়েছে তা দেখে আম্পায়াররা সিদ্ধান্ত তো নেবেনই।‘
এর আগে পুরস্কার বিতরণী মঞ্চে মেজাজ হারিয়ে হারমানপ্রীত বলেছিলেন, ‘আমার মনে হয় সিরিজটা আমাদের জন্য বড় শিক্ষনীয়। ক্রিকেটের বাইরে, যে ধরনের আম্পায়ারিং হয়েছে তা আমাকে খুবই বিস্মিত করেছে। পরে যখন আমরা আবার বাংলাদেশে আসবো, এই ধরনের বিষয় মোকাবিলা করতে হবে সেটা নিশ্চিত হয়েই আসবো, সেই অনুযায়ী প্রস্তুতিও নেব।’