22 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ঢাকায় ২৭ জুলাই মহাসমাবেশ করবে বিএনপি

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তিসহ এক দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার (২২ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে সমাবেশ কোথায় হবে সে স্থান উল্লেখ করেননি বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী এবং কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচনকালীন নির্বাচন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহার, তারেক রহমানের বিরুদ্ধে মামলাসহ ফরমায়েশি সাজা বাতিল, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে দুপুর ২টা ১৮ মিনিটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তবে দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগে মঞ্চ ভেঙে পড়ে। যে কারণে একটি পিকআপ ভ্যানে সমাবেশ পরিচালনা করা হয়।

সরকার নির্বাচনে ভয় পায় : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। তাই কাল বিলম্ব না করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। তরুণরা জেগে উঠুন, সরকারের পতনকে ত্বরান্বিত করতে হবে।

আওয়ামী লীগ ভয় পায় বলে ক্ষমতা ছাড়তে চায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার নির্বাচনে ভয় পায়। আমরা নির্বাচন চাই এ মুহূর্তে, কিন্তু তোমাদের (আওয়ামী লীগ সরকার) অধীনে নয়। নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে।

বিএনপি নির্বাচনে যেন অংশ নিতে না পারে সে জন্য সরকার একটার পর একটা মামলা দিয়ে যাচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৪টি মিথ্যা মামলা দিয়েছে। বিএনপি নেতাদের বিরুদ্ধে সাড়ে তিনশ মামলা আছে। কেন এতো মামলা দেন? কারণ তারা ভয় পায়।

সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ
যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে বিএনপির পাশাপাশি ২৭ জুলাই ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসাবে আগামী ২৭ জুলাই বিকেল ৩টায় ঢাকায় সমাবেশের ঘোষণা করা হবে। সমাবেশের স্থান পরে জানানো হবে।

সমাবেশ করবে অন্যান্য দলও
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির পক্ষ থেকে জানানো হয়- নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ শেখ হাসিনার পদত্যাগের যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের এক দফা দাবিকে চূড়ান্ত রূপ দিতে ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ করা হবে।

বিজয়নগর পানির ট্যাংকের সামনে ১২ দলীয় জোট মহাসমাবেশ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

একই দিন দুপুর ২টায় রাজধানীর পূর্ব পান্থপথে এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে এলডিপি মহাসমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমদ।