23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

জার্মানিতে বাংলাদেশি আম্পায়ারকে আমন্ত্রণ

Share

বাংলাদেশ হকির আন্তর্জাতিক আম্পায়ার সেলিম লাকী। আম্পায়ারিংয়ে ভালো করার সুবাধে ক্রমান্বয়ে বাংলাদেশকে তিনি ভিন্ন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এবার এশিয়ার গণ্ডি পেরিয়ে ইউরোপে আম্পায়ারিংয়ে সুযোগ পেয়েছেন লাকী।

আগামী ১৮-২৩ আগস্ট জার্মানির ডুসেলডর্ফে অ-২১ চার জাতির টুর্নামেন্ট রয়েছে। স্বাগতিক জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের সঙ্গে ভারতও অংশগ্রহণ করবে আসরটিতে। সেখানে সেলিম লাকীকে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন।

সেলিম লাকী এবং বাংলাদেশ হকি ফেডারেশনকে আজ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন। এমন চিঠি পেয়ে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশের অন্যতম সেরা আম্পায়ার, ‘এটা বাংলাদেশ হকির জন্য সুখবর। এশিয়ার বাইরে বিশেষত ইউরোপে গিয়ে বাংলাদেশের কোনো আম্পায়ার আগে আম্পায়ারিং করেনি। ফলে নতুন দিগন্ত শুরু হচ্ছে বাংলাদেশ হকির।’

জার্মানিতে আম্পায়ারিংয়ের সুযোগ পেলেও এখনও খানিকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন লাকী। কারণটি ব্যাখ্যাও করেছেন তিনি, ‘আয়োজকরা আমাকে বিমান টিকিটের ব্যয় বহন করতে বলেছে। তবে আবাসন ও অন্যান্য বিষয় প্রদান করবে স্বাগতিকরা।’

বিমানের টিকিটের জন্য ফেডারেশনের সাধারণ সম্পাদকের দিকে তাকিয়ে আছেন লাকী, ‘সাধারণ সম্পাদক সাঈদ ভাইকে আমি বিষয়টি জানিয়েছি। তখন তিনি সৌদি আরবে হজ্বে ছিলেন। যুগ্ম সম্পাদকও সেটা জানে। চিঠি পাওয়ার পর আবার তাকে বিমান টিকিট ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করব।’

আন্তর্জাতিক হকিতে ভারত-পাকিস্তান ম্যাচ অত্যন্ত প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। সেলিম লাকী একাধিকবার তাদের ম্যাচে আম্পায়ারিং করেছেন। এশিয়ার বিভিন্ন টুর্নামেন্টেও তিনি প্রায়ই আম্পায়ারিং করেন। এবার সুযোগ এসেছে ইউরোপে প্রতিনিধিত্ব করার। এর আগে বাংলাদেশের হকি খেলোয়াড়রা জার্মান ঘরোয়া লিগেও খেলেছিলেন।