23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

বিশ্বকাপে অতিরিক্ত ক্রিকেটার নিতে চায় বাংলাদেশ

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর বাকি নেই বেশি দিন, শুরু হয়ে গেছে কাউন্টডাউন। এমনকি মঙ্গলবার (২৭ জুন) সূচিও প্রকাশ করেছে আইসিসি। তবে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে তিনজন অতিরিক্ত ক্রিকেটারকে সঙ্গে নিয়ে যেতে চায় বলে গুঞ্জন রয়েছে। অবশ্য সেটা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই।

যদিও বিসিবি এসব বিষয় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। বিসিবির ক্রিকেট অপরারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বলছিলেন, ‘দেখেন, এই পরিকল্পনা ও বাছাইটা আমরা করিনি। মূল একাদশে কোন ১৫ জন যাবেন, বাড়তি হিসেবে কারা যাবেন, রিজার্ভ হিসেবে কারা ঢাকায় থাকবেন- এটা একটা বড় পরিকল্পনার ব্যাপার। আমাদের এখন বিকল্প অনেক ক্রিকেটার আছেন, সবাই ১৯-২০।’

অতিরিক্ত ক্রিকেটার নয়, মূল লক্ষ্য থাকবে ১৫ জন ক্রিকেটারের ওপরই। এমনকি দলের জন্য নিদিষ্ট কোনো নাম গুরুত্বপূর্ণ নয়, যাকে প্রয়োজন তাকেই নেওয়া হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস।

এই বোর্ড পরিচালক বলছিলেন, ‘তাই মূল ১৫ জন গুরুত্বপূর্ণ। সেখানেই মনোযোগ থাকবে। তারপর আমরা দেখব কাকে বাড়তি হিসেবে নেওয়া যায়। দলের জন্য নির্দিষ্ট কোনো নাম গুরুত্বপূর্ণ নয়। বরং কাকে দলের জন্য প্রয়োজন, সেটা গুরুত্বপূর্ণ। যাকে দলের প্রয়োজন পড়বে না, সেটা আমরা মাথায় রাখব। কোচ, টিম ম্যানেজমেন্টেরও এই একই চিন্তা।’