23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ন্যাটো মস্কোর বড় ভুল দেখছে

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের বিদ্রোহ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর ক্ষেত্রে ক্রেমলিনের কৌশলগত ভুলের মাত্রা তুলে ধরেছে। সোমবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ এই মন্তব্য করেছেন।

শনিবার রাতের দিকে চুক্তিতে পৌঁছানোর পর ওয়াগনারের যোদ্ধারা মস্কোগামী অভিযান স্থগিত করে। চুক্তিতে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ থেকে ওয়াগনার সৈন্যদের প্রত্যাহার ও তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়। চুক্তির পর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে রাশিয়া।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ওয়াগনার কমান্ডার ইয়েভগেনি প্রিগোজিন বেলারুশে চলে যাবেন বলে জানায় ক্রেমলিন।

সোমবার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টলটেনবার্গ বলেন, ‘চলতি সপ্তাহের ঘটনাগুলো রাশিয়ার অভ্যন্তরীণ বিভিন্ন সংকট, ক্রিমিয়াকে অবৈধভাবে দখল এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে প্রেসিডেন্ট (ভ্লাদিমির) পুতিন যে কৌশলগত বড় ভুল করেছিলেন, সেটিই তুলে ধরছে।’

বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ রাশিয়ার চলমান নজিরবিহীন এসব ঘটনাপ্রবাহ দেশটির ভেতরে ও ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে পশ্চিমাদের মাঝে নানা প্রশ্নের উদ্রেক করেছে।

স্টলটেনবার্গ বলেছেন, ন্যাটো বেলারুশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আবারও সেখানে মস্কোর পারমাণবিক অস্ত্র মোতায়েনের নিন্দা জানায়।

তিনি বলেন, রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে, এমন কোনো ইঙ্গিত আমরা এখনও দেখতে পাচ্ছি না। তবে ন্যাটো সতর্ক রয়েছে। অধিক বিপজ্জনক বিশ্বেও লোকজনকে নিরাপদ রাখার জন্য ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট শক্তিশালী রয়েছে।

একই সময়ে কিয়েভের প্রতি ন্যাটোর অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছেন স্টলটেনবার্গ। তিনি বলেছেন, রাশিয়া যদি মনে করে, তারা ইউক্রেনকে সমর্থন করা থেকে আমাদের ভয় প্রদর্শন করতে পারবে, তাহলে সেটি ব্যর্থ হবে। যতদিন প্রয়োজন আমরা ইউক্রেনের সঙ্গে আছি।

উদ্ভূত যেকোনও পরিস্থিতিতে জার্মান নেতৃত্বাধীন ন্যাটোর যুদ্ধ গ্রুপকে দ্রুত প্রস্তুত করার এক মহড়া দেখতে লিথুয়ানিয়ায় গেছেন স্টলটেনবার্গ। এই মহড়ায় ন্যাটো জোটের ৫ হাজার সৈন্য অংশ নেওয়ার কথা রয়েছে। রাশিয়ার সঙ্গে চরম উত্তজনা কিংবা সংঘাতের সময় ন্যাটো জোটের এই যুদ্ধ গ্রুপ তাৎক্ষণিকভাবে কী ধরনের পদক্ষেপ নেবে, তারই মহড়া অনুষ্ঠিত হচ্ছে লিথুয়ানিয়ায়।

তিনি এই মহড়াকে স্পষ্ট বার্তা হিসাবে অভিহিত করে বলেছেন, ন্যাটো তার মিত্র অঞ্চলের প্রতি ইঞ্চি রক্ষা করতে প্রস্তুত।

সূত্র: এএফপি, রয়টার্স।