22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশ পিছিয়ে থেকে ২৩ বছর পর পেল জয়

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

সাম্প্রতিক সময় জাতীয় ফুটবল দলের জয় কালেভদ্রে। মালদ্বীপের বিপক্ষে পিছিয়ে থেকে জেতায় বাংলাদেশের জয়টি তাই একটু বাড়তি আলোচনায়। নানা তথ্য-উপাত্ত ঘেটে বাংলাদেশ জাতীয় দলে এমন ঘটনা সর্বশেষ দেখা গেছে ১৯৯৯ সালে।

সাম্প্রতিক সময়ে জাতীয় ফুটবল দলের জয় সেভাবে নেই। অনেক ম্যাচ জিতলেও ১-০, ২-০ স্কোরলাইনে। বাংলাদেশ জয়ী হয়েছে এবং গোল হজম করেছে এমন কয়েক বছরের স্কোরলাইন বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে বাংলাদেশ লীড নিয়ে গোল হজম করেছে। বাংলাদেশ প্রথমে গোল হজম করে জিতেছে এমন নজির সাম্প্রতিক অতীতে দেখা যায়নি।

অনেক বিশ্লেষণ ও ঘাটাঘাটির পর দেখা গেছে ২০০০ সালে এশিয়া কাপ বাছাইয়ে একটি ম্যাচে এমন নজির ছিল। ২৪ নভেম্বর ১৯৯৯ সালে অনুষ্ঠিত ম্যাচটিতে শ্রীলঙ্কা প্রথমে লীড নেয়। লীড নিয়েও শ্রীলঙ্কা ৩-১ গোলের ব্যবধানে হেরেছিল। কাকতালীয় বিষয় ২৩ বছর পর পিছিয়ে থেকে পুনরায় জেতা ম্যাচের স্কোরলাইনও ৩-১ এবং দুটি ম্যাচ ভেন্যুই নিরপেক্ষ।

এশিয়ান ফুটবল ফেডারেশনের এক নথিতে দেখা গেছে, শ্রীলঙ্কার ফুয়াদের গোলে ৩৪ মিনিটে লীড নেয়। তিন মিনিট পর মিজানুর রহমান ডন সমতা আনেন। পরের অর্ধে বাংলাদেশ দুই গোল করে ম্যাচটি জেতে। দুই গোলের মধ্যে একটি ডিফেন্ডার আবু ফয়সাল আহমেদের।