30 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ড. খন্দকার মোশাররফের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে আরও কিছু দিন তাকে হাসপাতালে থেকেই চিকিৎসা নিতে হবে।

মঙ্গলবার (২০ জুন) সকালে খন্দকার মোশাররফ হোসেনের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, বাবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন। তবে, আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে।

গত শুক্রবার (১৬ জুন) দিবাগত রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ড. মোশাররফকে বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এর মধ্যে তিনি দুই বার ব্রেন স্ট্রোক করেছেন।