22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয় শীর্ষক সেমিনার

Share

স্টাফ রিপোর্টার:
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয় শীর্ষক সেমিনার মৌললভীবাজারে অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন, পলিটেকনিক ইনস্টিটিউটের আরএসি বিভাগের চীফ ইন স্ট্রাক্টর প্রকৌশলী জহিরুল ইসলাম, মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী নাহিরুল ইসলাম ও মোঃ আশরাফুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আখতার হোসেন, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার ও ফ্যাক্টরি প্রধান দ্বীপক কুমার দেব।
এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, রেডিও পল্লী কন্ঠের স্টেশন ম্যানেজার মেহদী হাসান, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম ও হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম প্রমুখ।
সেমিনারে জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।