23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতার মতবিনিময় সভা

Share

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারে অপরাজিতার আয়োজনে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় জেলা নারী ফোরামের সভাপতি মুক্তি চক্রবর্তীর সভাপতিত্বে ও সদর উপজেলার সদস্য শংকরী রানী চন্দ্রের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা বিএনপির সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা জাসদের সভাপতি আব্দুল হক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি অশোক কুমার দাশ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, নারী নেত্রীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা নারীর ক্ষমতায়ন, রাজনৈতিক দলে নারীদের স্থান সহ বিভিন্ন বিষয়ের প্রতি গুরুত্বারোপ করেন।