21 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

অস্ত্র নিয়ে মহড়া দেওয়া কাউন্সিলর আফতাবের জামিন

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় দায়েরকৃত মামলায় অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছেন বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান।

মঙ্গলবার (১৩ জুন) উচ্চ আদালত থেকে জামিন নেন এই কাউন্সিলর প্রার্থী। তবে বুধবার (১৪ জুন) সশরীরে উপস্থিত হয়ে মহড়ার ঘটনায় তার মনোনয়ন কেন বাতিল হবে না এই মর্মে ইসির জারি করা নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গত ৬ জুন সাঈদ মো. আবদুল্লাহর বাসার সামনে ৭ থেকে ৮টি মোটরসাইকেলসহ ২০ থেকে ২৫ জন যুবক মহড়া দেয়। এসময় মোটরসাইকেল থেকে এক যুবক ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাঈদ মো. আবদুল্লাহর বাসার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে ভীতি প্রদর্শন করে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মহড়ায় অংশ নেওয়া যুবকদের সঙ্গে ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানও ছিলেন। এ ঘটনায় গত শুক্রবার নির্বাচন কমিশনে অভিযোগ ও এয়ারপোর্ট থানায় আফতাব হোসেন খানকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন সাঈদ আবদুল্লাহ। মামলার পর থেকে কাউন্সিলর আফতাব হোসেন খান আত্মগোপনে ছিলেন।

মঙ্গলবার তিনি উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিন প্রার্থনা করেন। বিচারপতি শেখ মো. জাকির হোসেইন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার ছয় সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আফতাব হোসেন খানের আইনজীবী মো. আজমল হোসেন জামিনের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, ইসি গত সোমবার কাউন্সিলর আফতাব হোসেন খানকে নোটিশ দেয়। নোটিশে উল্লেখ করা হয়েছে- ‘সিটি কপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ৩০ লঙ্ঘনের দায়ে, বিধি ৩১ ও ৩২ অনুযায়ী সংশ্লিষ্ট কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত বক্তব্যসহ নির্বাচন কমিশনে আগামী ১৪ জুন বিকেল ৩টায় উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে।’

এদিকে, বুধবার আফতাব হোসেন খান ইসিতে সশরীরে হাজির হয়ে তার বক্তব্য উপস্থাপন করবেন বলে জানা গেছে।