22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

লিটারে ১০ টাকা কমলো সয়াবিনের দাম

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

প্যাকেটজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা তেল ৯ টাকা কমিয়ে ১৬৭ টাকা ও পাম অয়েল ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১১ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

এছাড়া পাম অয়েল সুপার হচ্ছে ১৬৫ টাকা। এই দাম আজ থেকে কার্যকর হচ্ছে বলেও জানান সিনিয়র সচিব।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতির দিকে উল্লেখ করে তিনি বলেন, আমরা হয়ত আরও ১৫ দিন পর বসে চেষ্টা করব তেলের দাম আরও কমানো যায় কি না।

এর আগে গত ৪ মে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানো হয়। সে সময় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার ১৯৯ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৭৬ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া খোলা পাম অয়েলের দাম নির্ধারণ করা হয় ১৩৫ টাকা।