22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

‘এ’ দলের অধিনায়ক আফিফসহ বাদ ৭ জন

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চারদিনের অনানুষ্ঠানিক টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে জাতীয় দলের বাইরে থাকা আফিফ হোসেনের নেতৃত্বে খেলছিল স্বাগতিকরা। প্রথম ম্যাচে হারের মুখ থেকে কোনোরকমে ড্র করে, তারা দ্বিতীয় ম্যাচে লিড নিয়েছে। তবে চলমান ম্যাচসহ দুটিতেই ব্যাট হাতে আফিফসহ কয়েকজন সিনিয়র ব্যাটার ব্যর্থতা দেখিয়েছেন। এরপর অধিনায়ক আফিফসহ দুই ম্যাচের দলে থাকা ৭ জনকে বাদ দিয়ে নতুন স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

কেবল আফিফই নন, সদ্য সমাপ্ত ডিপিএলে সেরা রানসংগ্রাহক নাঈম শেখও বাদ পড়েছেন। তবে ঠিক পারফর‌ম্যান্সের কারণে তারা বাদ পড়েছেন, সেটিও বলা যাচ্ছে না। বিসিবি এ ব্যাপারে কোনো ব্যাখ্যা না দিলেও, ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাট-বলে পারফর্ম করাদের মধ্যে সাদমান ইসলাম, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, রিপন মন্ডল, খালেদ আহমেদও বাদ পড়েছেন।

তবে উইন্ডিজদের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারকে নিয়ে স্কোয়াড গড়েছে বাংলাদেশ ‘এ’ দল। দলে ফিরেছেন জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক, নুরুল হাসান সোহান ও ইয়াসির রাব্বিরা।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে আগামী ১০ জুন ঢাকায় আসছে আফগানিস্তান। পরবর্তীতে ১৪ জুন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। যে কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে নতুন এসব ক্রিকেটারদের প্রস্তুত করার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। ফলে জাতীয় দলের হয়ে সাদা পোশাকের নিয়মিত কয়েকজন মুখ স্থান পেয়েছেন তৃতীয় টেস্টের দলে।

তৃতীয় টেস্টের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড : জাকির হাসান, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, মুশফিক হাসান এবং ইরফান শুক্কুর।