13 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

লাল-সবুজের হয়ে খেলাটা অনেক গর্বের: তাসকিন

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

ইনজুরি ক্রিকেটারদের নিত্যদিনের সঙ্গী। আর যদি পেস বোলার হয়ে থাকে তাহলে তো কথাই নেই। বাংলাদেশ দলের ডানহাতি স্পিড স্টার তাসকিন আহমেদ এর ব্যতিক্রম নন। চোটের কারণে মিস করেছেন আয়ারল্যান্ড সিরিজ, এখন আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। সব ঠিক থাকলে আবার বল হাতে গতির ঝড় তুলতে পারেন ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষের সিরিজে।

পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা তাসকিন জানালেন গা বাঁচিয়ে খেলা তার জন্য সম্ভব নয়। অর্থ্যাৎ যখনই মাঠে নামেন বল হাতে সেরাটা নিংড়ে দেওয়ার জন্য মুখিয়ে থাকেন এই ডানহাতি ফাস্ট বোলার। মঙ্গলবার (২৩ মে) ব্যক্তিগত অনুশীলন শেষে শের-ই-বাংলায় গণমাধ্যমে মুখোমুখি হন তাসকিন। এ সময় এমন মন্তব্য করেন তিনি।

‘গা বাঁচিয়ে খেলা আমার জন্য সম্ভব নয়। বল হাতে নিয়ে খেলতে নামলে এটা মাথায় থাকেই না যে কিভাবে নিরাপদে খেলা যায়। আমি ফাস্ট বোলার। লাল-সবুজের হয়ে খেলাটা অনেক গর্বের একটা ব্যাপার। শুধু এটা না, ক্রিকেটটাই আসলে। যখন খেলতে নামি, মাথায় এটা থাকে না যে সামনে বড় ইভেন্ট আছে না কী আছে।’

ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ থেকে তাসকিন ছিটকে যান সাইড স্ট্রেনের চোটে পড়ে। এ জন্য খেলতে পারেননি আইরিশদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ। জুনে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে আবারও ফিরতে পারেন লাল সবুজের জার্সিতে।

তাসকিন নিজের প্রত্যাবর্তন নিয়ে বলেন, ‘এখন ভালো অবস্থা। চারটা সেশন করলাম। ক্রমান্বয়ে বাড়ছে ওয়ার্কলোড। ফিটনেস সেশন, বোলিং সেশন ভালো যাচ্ছে। সামনে ওয়ার্কলোডের পরিমাণ আরও বাড়তে থাকবে। এভাবে যেতে থাকলেই সব ভালো থাকবে। আল্লাহ্ যদি চায়, পাওয়ার কথা (আফগানিস্তান সিরিজ)। এখন দেখি কী হয়।’

ইনজুরির পর থেকে জাতীয় দলের ফিজিও জুলিয়ান কালেফাতোর অধীনে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তাসকিন। তিন সংস্করণে নিয়মিত খেলা একজন পেসারের জন্য বাড়তি ধকল কিনা কিংবা ওয়ার্কলোড বেড়ে যায় কি না এমন প্রশ্নে তাসকিন জানান তিনি বছরের ৩৬৫ দিনই বোলিং করতে চান।

‘আমার নিজের তো ইচ্ছা ৩৬৫ দিনই বোলিং করতে। কিন্তু শরীর তো পারে না। তো বোর্ড সিদ্ধান্ত নেবে। আপনারা দোয়া করবেন যেন সুস্থ থাকি।’