স্টাফ রিপোর্টার:
পরিবারকে নিয়ে পবিত্র ওমরাহ হজ্জ করতে গিয়ে হারিয়ে গেছেন স্মৃতিভ্রষ্ট বা ভুলে যাওয়ার রোগে আক্রান্ত সৌদ আল আরেফিন (পাপলু)। কিছুদিন আগে স্মৃতিভ্রষ্ট বা ডিমেনশিয়া রোগে তিনি আক্রান্ত হন। যার কারণে তিনি মুহুর্তের মধ্যে সবকিছু ভ‚লে যান বলে জানিয়েছেন তাদের পরিবার।
সোমবার (৮ মে) মা ও ভাইকে নিয়ে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করার সময় হারিয়ে যান তিনি। এরপর আশপাশে খোঁজ নিয়ে তার সন্ধান পায়নি পরিবার। নিখোঁজ সৌদ আল আরেফিন (পাপলু) এর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালের দাউদপুর গ্রামে। তিনি সিলেট শহরের পোষাক বিপণীর মালিক।
নিখোঁজ পাপলুর ফুফাতো ভাই রাসেল কালাম বলেন, আমার ফুফুতো ভাই সৌদ আল আরেফীন পাপলু মক্কাতে কাবা শরীফে তওয়াফ করার সময় হারিয়ে গেছেন। তিনি কিছুদিন পূর্বে বড় ধরনের অসুখের কারণে মুহুর্তে সবাইকে এবং সবকিছু ভুলে যান। ক্বাবা শরীফের আশেপাশে যদি করো নজরে আসে দয়া করে এই নাম্বারে +৯৭১৫৬১২৭৮৭৮৮ জানানোর অনুরোধ।
তিনি আরো জানান, পাপলুর মা এবং পরিবার সদস্যরা ওমরাহ করতে তার সাথে সৌদি আরব এসেছিলেন। এখন তারা সেখানে অবস্থান করছেন। সৌদি পুলিশের কাছে নিখোঁজের বিষয়টি অবগত করেছেন। সৌদি পুলিশও খুঁজছে। তবুও কোন হৃদয়বান ব্যক্তি উনার দেখা পেলে দ্রæত পরিবারের সদস্যদের জানানোর অনুরোধ। নিখোঁজ পাপলুর স্বজন +৯৬৬৫৩৬৬১৪০৯৮ শামসুল ও ফাহমি +৯৬৬৫৬৮১৮৭৯৭০।
সৌদি আরবের বাসিন্দা আব্দুল গফফার ফাহমি বলেন, আমরা স্থানীয়ভাবে সৌদি হজ্জ প্রশাসনসহ যেখানে যেখানে জানানো প্রয়োজন সেখানে জানিয়েছি। সৌদির পুলিশ স্টেশনেও অভিযোগ দেয়া হয়েছে। উনার স্মৃতি ভুলা রোগের কারণে হয়তো তিনি হারিয়ে গেছেন, তাই ঠিকানা মনে করতে পারছেন না।
উল্লেখ্য, সাম্প্রতিককালে সব থেকে বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্মৃতিভ্রষ্ট বা ভুলে যাওয়ার রোগটি। যাকে বিজ্ঞানীদের ভাষায় ডিমেনশিয়া বলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সাড়ে পাঁচ কোটি মানুষ এই ডিমেনশিয়ায় আক্রান্ত।