22 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মুচলেকা দিয়ে নিবন্ধিত হতে চাই না

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলেও ‘বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট’ নির্বাচন কমিশন বাংলাদেশ জাতীয় দলকে নিবন্ধন দেয়নি বলে দাবি করেছেন দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। তিনি বলেছেন, আমরা মুচলেকা দিয়ে নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চাই না।

বৃহস্পতিবার (১১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

১২ দলীয় জোটের এই নেতা বলেন, আমরা আশাবাদী আইনের আশ্রয় নিয়ে প্রমাণ করতে পারব যে, বাংলাদেশ জাতীয় দল নির্বাচন কমিশনের বিধি মোতাবেক নিবন্ধন পাওয়ার শতভাগ যোগ্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ এহসানুল হুদা বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে আমরা মানি না। তারপরও নিবন্ধন পেতে আবেদন করেছি শুধুমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের অধিকার জানান দিতে।

নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রেখে এহসান হুদা বলেন, কমিশনের নিকট আমাদের দাবি চলমান চল্লিশটি নিবন্ধিত দল কোন প্রক্রিয়ায় নিবন্ধনের যোগ্য হয়েছে তা জনগণের সামনে প্রকাশ হোক। যে ১২ দলকে প্রাথমিকভাবে নিবন্ধন দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে, তাদের নিবন্ধন পাওয়ার যুক্তি কারণ ও যোগ্যতার বিষয়টি ব্যাখ্যা করে তুলে ধরা হোক। তথ্য অধিকার আইন অনুযায়ী জনগণের এসব বিষয়ে জানার অধিকার আছে।

জাতীয় দলকে কি কারণে নিবন্ধনের তালিকায় রাখা হয়নি বলে মনে করছেন-এমন প্রশ্নে এহসানুল হুদা বলেন, আমরা যুগপৎ আন্দোলনে আছি। নির্বাচন কমিশন যদি নিবন্ধন দেয় তারপরও আমরা এই সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাব না। এই কারণে পক্ষপাতদুষ্ট এই নির্বাচন কমিশন আমাদের নিবন্ধনের তালিকায় রাখেনি।