স্টাফ রিপোর্টার:
করোনা মহামারির সময় কমিউনিটির সেবায় অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরুপ এবার নিউয়র্ক সিটি কম্পট্রোলার অফিসের প্রশংসাপত্র ও সিটি কাউন্সিল এর প্রকলেমেশন এওয়ার্ড পেয়েছেন নিউয়র্কের এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিন। করোনাকালে ঘরবন্দি মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে খাবার সহায়তা পৌঁছে দেয়ার জন্য তাকে এ সম্মাননায় ভূঁষিত করা হয়।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটিসহ বিভিন্ন চ্যারিটি সংস্থার অর্থায়নে নিউয়র্কে নিম্ন আয়ের মানুষের মধ্যে তার খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম এখনও অব্যাহত আছে। সম্প্রতি আলাদা অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ দুটি সম্মাননা হস্তান্তর করেন নিউয়র্ক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার ও নিউয়র্ক সিটি কাউন্সিল ওইম্যান জুলি ওউন। এসময় নিউয়র্ক স্টেট সিনেটর মাইকেল জেনারেস, কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট রিচার্ড দেবানন, এসেম্বলি মেম্বার জেসিকা গানজালাস রোজাস, কংগ্রেস উইম্যান আলেকজান্দ্রা ওকাসিও করতেস, সিনেটর ক্রিন্টিনা গানজালাস কমিউনিটি নেত্রী রানা আব্দুল্লাহ হাম্মাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সভাপতি বদরুল হোসেন খান, আল আমিন জামে মসজিদের সভাপতি জয়নাল আবেদীন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ফার্স্ট সেক্রেটারি ইসরাত জাহান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনক এর সভাপতি তজম্মুল হোসেন, সাবেক সভাপতি সোহান আহমদ টুটুল, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইিটির সভাপতি সোহেল আহমদ, উপদেষ্ঠা দেওয়ান সাহেদ চৌধুরী, আব্দুর রহমান, সহ সভাপতি কয়েস আহমদ, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সদস্য আনোয়ার হোসেন, ফয়সল আহমদ, শাহীন হাসনাত, হারুনুর রশীদ, মীর জাকির, আবু সুলায়মান, রুবেল আহমদ, মো. মির্জা, ময়নূল হক চৌধুরী, মো. নূরুল হক , নাবিলা বেগম প্রমুখ।
কমিউনিটি সেবার স্বীকৃতি স্বরুপ জাবেদ উদ্দিন ইতোপূর্বে বিভিন্ন সময় নিউয়র্ক স্টেট এসেম্বলির প্রকলেমেশন ওয়ার্ড, কংগ্রেশনাল এওয়ার্ড, সিনেটর মাইকেল জেনারেস কার্যালয়ের প্রশংসাপত্রসহ কমিউনিটির বিভিন্ন সংগঠন কর্তৃক সম্মননা ও পদক লাভ করেন।
উল্লেখ্য, জাবেদ উদ্দিন মৌলভীবাজার জেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের কেশবচর গ্রামের ডা. মো. গিয়াস উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র। তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর সংগঠন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনক এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।