23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মেসির পোস্ট কিসের ইঙ্গিত?

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) সঙ্গে চুক্তি নবায়ন করেননি লিওনেল মেসি। জুনে শেষ হবে মেয়াদ। এই সুযোগে বার্সেলোনা ঘরের ছেলেকে ঘরে ফেরাতে ব্যাংক খালি করার প্রস্তুতি নিচ্ছে। তারা মেসিকে ফেরাতে বদ্ধপরিকর। অন্যদিকে মেজর লিগ সকারেও তার যাওয়ার গুঞ্জন রয়েছে।

এমন সময় লিওনেল মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরবের খেজুর বাগানের একটি স্পন্সরড ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‘সৌদি আরবে এতো সবুজ আছে তা কি কেউ ভেবেছিল? আমি যখনই পারি এসব অপ্রত্যাশিত বিস্ময় অন্বেষণ করতে ভালোবাসি।’

তার এমন স্ট্যাটাসের পর বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, তাহলে কি মেসি সৌদি আরবে যাচ্ছেন? চলতি বছর মেসির চিরপ্রতিদ্বন্দী ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে।

চলতি মাসের শুরুতে জানা গিয়েছিল, সৌদি আরবের ক্লাব আল হিলাল মেসিকে বছরে ৪০০ মিলিয়ন ইউরো (৪৩৮ মিলিয়ন ডলার) বেতনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়ে রেখেছে। সৌদি গেজেট এমনই প্রতিবেদন প্রকাশ করেছিল।

এরপর সৌদি আরবকে নিয়ে মেসির দেওয়া এমন পোস্ট সেই গুঞ্জনের পালে দারুণভাবে হাওয়া দিয়েছে। মেসি কি তাহলে সৌদি আরবেই যাচ্ছেন? নাকি অন্য কোথায়ও? সেটা অবশ্য জানা যাবে শিগগিরই।