21 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

আইপিএলে অভিষেক শচিনের ছেলে অর্জুনের

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

বাবার পর ছেলেও গায়ে জড়ালেন মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি। এমন ঘটনা প্রথম ঘটলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। শচিন টেন্ডুলকার অনেক আগেই ব্যাট-প্যাড তুলে রেখেছেন, তবে তার আগে তিনি আইপিএলে নিয়মিত ছিলেন মুম্বাইয়ের হয়ে। আজ একই দলের হয়ে অভিষেক হল তার ছেলে অর্জুন টেন্ডুলকারের।

২০০৮ সাল থেকে ২০১৩ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন শচীন টেন্ডুলকার। একই পরিবারের একাধিক সদস্যের আইপিএলে খেলার ঘটনা বেশ কয়েকটি আছে। যেমন ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান খেলেছেন। এখন খেলছেন হার্দিক পান্ডিয়া এবং ক্রুণাল পান্ডিয়া। এছাড়া মার্কো জানসেন এবং ডুয়ান জানসেনও আইপিএলে খেলেছেন। কিন্তু বাবা-ছেলের আইপিএল খেলার ঘটনা এটাই প্রথম। সেটাও আবার একই ফ্র্যাঞ্চাইজির হয়ে।

মুম্বাইয়ের জার্সিতে শচীন টেন্ডুলকার মোট ৭৮টি ম্যাচ খেলেছেন। নেতৃত্বও দিয়েছেন মুম্বাইকে। ২০২১ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার অর্জুন। প্রথম বছর কোনো ম্যাচ খেলতে পারেননি। গত বছরও মাঠে নামার সুযোগ পাননি। দীর্ঘ প্রতীক্ষার শেষ হলো আজ।

২৩ বছর বয়সী অর্জুনের অভিষেক হয়ে গেল আইপিএলে। নিলাম থেকে অর্জুনকে ৩০ লক্ষ রুপিতে দলে নিয়েছিল মুম্বাই। অভিষেক ম্যাচে ২ ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন অর্জুন।