ফটোনিউজবিডি ডেস্ক:
স্প্যানিশ লা লিগায় রোববার রাতে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ৬-০ গোলে হারিয়েছে রিয়াল ভালাদোলিদকে। এমন জয়ে মাত্র ৭ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেন করিম বেনজেমা। এছাড়া গোল করেন রদ্রিগো, মার্কো আসেনসিও ও লুকাস ভাসকেজ।
এই জয়ে বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমে হয়েছে ১২। ২৭ ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ৭১ পয়েন্ট। সমান ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৫৯ পয়েন্ট।
ভালোদোলিদের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের ২৯, ৩২ ও ৩৬ মিনিটে অর্থাৎ মাত্র ৭ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করেন বেনজেমা। এই হ্যাটট্রিকে লা লিগায় তার মোট গোল বেড়ে হয়েছে ১৪। তিনি আছেন সর্বোচ্চ গোলাদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে। ১৭ গোল নিয়ে শীর্ষে আছেন বার্সেলোনার রবার্ত লেভানডোফস্কি।
তার আগে ২২ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে রদ্রিগোর গোলে গোলউৎসবের সূচনা করে রিয়াল। এরপর বেনজেমা তার ক্যারিয়ারে প্রথমবার প্রথমার্ধে হ্যাটট্রিক পূর্ণ করে রিয়ালকে এগিয়ে নেন ৪-০ ব্যবধানে।
বিরতির পর ৭৩ মিনিটে আসেনসিও গোল পেলে ব্যবধান হয় ৫-০। আর ৯০+১ মিনিটের মাথায় ভালাদোলিদের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ভাসকেজ। তাকে গোলে সহায়তা করেন ইডেন হ্যাজার্ড।
স্প্যানিশ কোপা ডেল রের সেমিফাইনাল ফিরতি লেগে বুধবার দিবাগত রাতে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। তার আগে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিলো কার্লো আনচেলোত্তির শিষ্যরা। অবশ্য প্রথম লেগে ঘরের মাঠে বার্সেলোনার কাছে ১-০ গোলে হেরেছে লস ব্লাঙ্কোসরা। এখন দেখার বিষয় কাতালানে গিয়ে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা।