23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

র‌্যাংকিংয়ে উন্নতি করলেন শান্ত

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলেছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। তিন ম্যাচে এক ফিফটিতে রান করেছেন ১৪৪। গড় ছিল ১৪৪ আর স্ট্রাইক রেট ১২৭.৪৩। ব্যাট হাতে দারুণ পারফর্ম করে হয়েছেন সিরিজ সেরাও।

সিরিজ সেরার পুরস্কারের পাশাপাশি আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়েও উন্নতি করেছেন তিনি। ৬৮ ধাপ এগিয়ে অবস্থান নিয়েছেন ১৬তম স্থানে। তার বর্তমান রেটিং ৫৯৩। এটাই তার ক্যারিয়ার সেরা রেটিং।

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সিরিজের প্রথম ম্যাচে শান্ত ৩০ বলে ৮ চারে ৫১ রানের ইনিংস খেলে দলকে জেতানোয় অবদান রাখেন। পাশাপাশি হন ম্যাচসেরা।

এরপর দ্বিতীয় ম্যাচে ৪৭ বলে ৩ চারে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

আর মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩৬ বলে ১টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে দলকে ১৫৮ রানের পুঁজি পেতে সহায়তা করেন। লিটন দাস ম্যাচসেরা হলেও সিরিজ সেরা হন শান্ত।

ইংল্যান্ড সিরিজের মতো আয়ারল্যান্ড সিরিজেও ব্যাট হাতে এভাবে পারফর্ম করতে পারলে হয়তো র‌্যাংকিংয়ের সেরা দশেও ঢুকে যেতে পারেন তিনি।