কুলাউড়া প্রতিনিধি::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হরিপুর এলাকায় যুক্তরাজ্য প্রবাসী সাবেক শিবির নেতা মো. রাহিদ আলীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (০৯ মার্চ) সকালে উপজেলার হরিপুর গ্রামের মশাহিদ আলীর বাড়ীতে এই হামলার ঘটনা ঘটে। মশাহিদ আলী যুক্তরাজ্য প্রবাসী সাবেক শিবির নেতা রাহিদ আলীর পিতা। রাহিদ দেশে থাকাকালীন সময়ে ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ২০১৮ সাল থেকে ২০২০সাল পর্যন্ত কুলাউড়া সরকারি কলেজ শিবিরের সভাপতি ও ২০২১ সালের জানুয়ারি থেকে সর্বশেষ বিদেশ গমনের পূর্ব পর্যন্ত কুলাউড়া সদর ইউনিয়ন সভাপতির দায়িত্ব পালন করেন।
জানা যায়, রাহিদ আলী বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের অনিয়ম নিয়ে সমালোচনা করতেন। এই বিষয় নিয়ে স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগ তার পরিবারকে সতর্ক করে। গত বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) তিনি সরকার বিরোধী একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিলে স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের কর্মীরা ক্ষেপে যায়। ফেসবুক পোস্ট দেওয়ায় রাহিদের বাড়িতে হামলা করে আওয়ামীলীগ ও ছাত্রলীগ। হামলায় রাহিদের বড় ভাই আলী ইমন ও তার বাবা মশাহিদ আলী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
রাহিদের বড় ভাই আলী ইমন বলেন, সকালে হঠাৎ করে আওয়ামীলীগ ও ছাত্রলীগের কয়েকজন এসে বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির বিভিন্ন জিনিষপত্র ভাংচুর শুরু করে। আমি তাদের জিজ্ঞেস করি তারা এমন করছে কেন? কিন্তু তার আগেই আমার উপর আক্রমণ হয়। আমি মুখে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পাই। এই ঘটনায় আমার বাবাও আহত হন। পরে স্থানীয়রা এসে পরিস্থিতি স্বাভাবিক করে আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু বলেন, শিবিরের সাবেক এই নেতা বিদেশে বসে সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত উস্কানি দিয়ে যাচ্ছে। পরে আওয়ামীলীগ ও সাধারণ জনতা তাদের বাড়ীতে গিয়ে তার বাবাকে বলে এসেছে এরকম ঘটনা যাতে তার ছেলে না ঘটায়। তবে এখানে কোন হামলার ঘটনা ঘটেনি। সাধারণ জনতা তাদের একটু শাসিয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, এব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।