23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

নতুন নেতৃত্বের খোঁজে হাথুরু

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

এক সপ্তাহ আগে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। দায়িত্ব নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অনুশীলনে কিংবা অনুশীলন শেষে ছোট ছোট গ্রুপে মিটিং করতে দেখা গেছে তাকে। দুইদিন আগেও দেখা গেছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও তামিম ইকবালদের নিয়ে আলাদা করে বসতে। এমন সভার বিশেষত্ব কী জানাতে চাইলে হাথুরুসিংহে জানিয়েছেন, নতুন নেতৃত্বের খোঁজে এমনটা করছেন তিনি।

মাশরাফি বিন মুর্তজার পর বাংলাদেশের ওয়ানডে দলে চার অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ এখনো খেলে যাচ্ছেন। ঘুরেফিরে দলের নেতৃত্বেও ছিলেন তারা। তবে সময় পাল্টাচ্ছে। বয়স বাড়ছে ওই চার অভিজ্ঞ ক্রিকেটারেরও। খুব বেশি দিন হয়তো বাংলাদেশ দল তাদের সার্ভিস পাবে না। ফলে নতুনদের দিকেই তাকাতে হবে। হাথুরুসিংহে সেই আভাসই দিয়েছেন।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহে জানিয়েছেন, সভাতে উপস্থিত থাকা ক্রিকেটারদের ছাড়াও তার তালিকায় আছেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। এই ৫ ক্রিকেটারের ব্যাপারে লঙ্কান কোচ বলেছেন, ‘এটা চ্যালেঞ্জ নয়, একটা দায়িত্ব বলতে পারেন। আপনারা জানেন আমাদের চার সিনিয়র ক্রিকেটা ১৫-১৭ বছর খেলে ফেলেছে। আর ১০ বছর তো তারা খেলবে না। আমাদের নতুন প্রজন্মের নেতৃত্ব গড়তে হবে। আমার কাউকে বাছতে হচ্ছে না। তারা তাদের পারফরম্যান্স দিয়েই নিজেদের তুলছে। লিটন, মিরাজ ও শান্ত ছিল সেদিন। তাসকিন ও ফিজ জিমে ছিল (সভার সময়)। বাংলাদেশের ক্রিকেটকে পরের ধাপে নিতে তারা তাদের অ্যাটিচ্যুড দিয়ে নিজেদের মেলে ধরছে যে কীভাবে প্রস্তুত হতে হয়, ড্রেসিংরুমে কেমন আচরণ করতে হয়।’

তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে হাথুরুসিংহে আরও বলেছেন, ‘আমার মনে হয় নিজেদের ভূমিকা সম্পর্কে অনুধাবন করার দিক থেকে তারা অনেক উন্নতি করেছে। এমনকি তরুণদেরকে খুব বেশি গাইড করার দরকার নেই। তারা জানে কীভাবে প্রস্তুত হতে হয়।’