22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে লন্ডন ক্লক টাওয়ারের উদ্বোধন

Share

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার পৌর শহরে নান্দনিক লন্ডন ক্লক টাওয়ার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের কোর্ট রোডস্থ প্রেসক্লাব সম্মুখে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ ক্লক টাওয়ার এর উদ্বোধন করা হয়। উপ-সহকারি প্রকৌশলী মো: আমিনুল ইসলামের পরিচালনায় ও প্যানেল মেয়র মো: নাহিদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, কাউন্সিলর মাসুদ আহমদ, বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এড. রাধা পদ দেব সজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, উদ্যোক্তা ইউকে প্রবাসী মো: লিয়াকত আলী ও ইউকে প্রবাসী মো: জহির মিয়া প্রমুখ।
এছাড়াও সাংবাদিক, পৌর কাউন্সিলরবৃন্দ, প্রবাসী ও পৌর নাগরিক বৃন্দ উপস্থিত ছিলেন।