23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার কারণ জানালেন হাথুরু

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

চলতি বছর ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আসরটি ঘিরে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের প্রত্যাশা আকাশ ছোঁয়া। এমন একটি টুর্নামেন্টের আগে কোচ বদল করে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বেশ ঝুঁকিই নিলো বলা যায়! ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা হাথুরুসিংহেকেই পুনরায় সাকিব-মুশফিকদের প্রধান কোচ হিসেবে বিসিবি নিয়োগ দিয়েছে। বুধবার ‘দ্বিতীয় ইনিংস’ শুরুর প্রক্কালে সংবাদ মাধ্যমকে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার কারণ জানিয়েছেন হাথুরুসিংহে।

গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন আবার প্রস্তাব দেওয়া হলে তা লুফে নেন তিনি। সেখানেই ঠিক হয় আগামী দুই বছর বাংলাদেশের প্রধান কোচের ভূমিকাতে দেখা যাবে তাকে। তিক্ত অভিজ্ঞতা নিয়ে ২০১৭ সালে ইস্তফা দিলেও নতুন করে ফিরে আসার কারণ হিসেবে হাথুরুসিংহে বলেছেন, ‘আমি চলে যাওয়ার পরও বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করেছি। সময়ে সময়ে আমার সঙ্গে অনেক খেলোয়াড়, কর্মকর্তার যোগাযোগ হয়েছে। সেটা বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতিতে। বাংলাদেশ ক্রিকেট সব সময়ই আমার হৃদয়ে আছে। কারণ, সেটা ছিল আমার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। ব্যাক অব দ্য মাইন্ডে ছিল আবার বাংলাদেশে ফিরবো। কিন্তু ভাবিনি এতো দ্রুত হবে।’

চুক্তির ব্যাপারে হাথুরুসিংহে আরও জানান, ‘বিশ্বকাপ চলাকালীন প্রেসিডেন্ট (বিসিবি) এবং কিছু অফিসিয়ালের সঙ্গে বৈঠক করেছি। সেখানেই আলোচনা হয়েছিল কিছু বিষয় নিয়ে। ভেবেছি এখনই সেরা সময় সেখানে ফেরার। ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপ আছে। নিউ সাউথ ওয়েলসের মৌসুম শেষে ফিরলে দেরি হয়ে যেত। তাই বিগ ব্যাশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিই।’

আইসিসি ইভেন্টে হাথুরুসিংহের হাত ধরেই বাংলাদেশ এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য পেয়েছে। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল। ২০১৫ সালে খেলেছিল কোয়ার্টার ফাইনাল। নিশ্চিতভাবেই হাথুরুসিংহের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভারতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। হাথুরুসিংহেও সামনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন, ‘কোচরা সবসময়ই চাপে থাকেন। দল ভালো করলে কোচরা টিকে যান। দল ভালো না করলেও কোচের দিকে আঙুল তোলা হয়। আমাদের সবারই প্রত্যাশা থাকে। দেশের সবারই প্রত্যাশা আছে। কারণ, এটা (ওয়ানডে বিশ্বকাপ) ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এমন একটা ফরম্যাটে যেখানে আমরা খুব ভালো খেলি। তাই প্রত্যাশাটা অনেক বড়।’

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ নিয়ে বেশ আত্মবিশ্বাসী শোনালো হাথুরুসিংহের কণ্ঠ, ‘এখনই বলা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে আমরা শীর্ষ চারের মধ্যেও নেই। এসেই- হ্যাঁ আমি এটা করে দেখাবো- বলা খুব বুদ্ধিমানের কাজ হবে না। আমাদেরকে এখনও কিছু জায়গায় উন্নতি করতে হবে। আমাদেরকে আরও ফিট হতে হবে। নিজেদের স্কিলে আরও উন্নতি আনতে হবে। সেরা কম্বিনেশন বাছাই করতে হবে। নিশ্চিত করতে হবে বিশ্বকাপ পর্যন্ত খেলোয়াড়রা যেন টপ ফর্মে থাকে। দেখা যাক সামনে কী হয়।’