23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

রাষ্ট্রপতির সাথে জিল্লুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

Share

স্টাফ রিপোর্টার:

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শিল্পপতি এবং আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি মো. জিল্লুর রহমান।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতিকে জিল্লুর রহমান অভিনন্দন জানান ও কুশল বিনিময় করেন এবং তাকে সময় দেয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ প্রসঙ্গে শিল্পপতি মো. জিল্লুর রহমান জানান, দেশ ও জাতির প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি অবদান রাখবেন তার মেধা ও প্রজ্ঞা দিয়ে সেটাই আমাদের প্রত্যাশা।