23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

রোনালদোর জোড়া অ্যাসিস্টে জিতল আল-নাসের

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

সৌদি প্রো লিগে শুক্রবার রাতে জয় পেয়েছে আল-নাসের। তারা ২-১ গোলে হারিয়েছে আল-তাওউনকে। আল-নাসেরের হয়ে গোল করেছেন আব্দুলরহমান গারেব ও আব্দুল্লাহ মাদু। ক্রিস্টিয়ানো রোনালদো গোল না পেলেও দুটি গোলেই করেছেন অ্যাসিস্ট।

এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে আল-নাসের। ১৭ ম্যাচের ১২টিতে জিতে ও ৪টিতে ড্র করে ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে উঠেছে তারা। আল-ইত্তিহাদ সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলা আল-শাবাব ৪০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

এদিন ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় আল-নাসের। এ সময় মাঝ মাঠ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের সামনে পেয়ে বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় দূরের পোস্ট দিয়ে জালে জড়ান আব্দুলরহমান। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আল-নাসের।

বিরতির পর ৪৭ মিনিটে সমতা ফেরান আল-তাওউনের আলভারো মেদরান। ৭৮ মিনিটের মাথায় রোনালদোর অ্যাসিস্টে, মাদুর গোলে আবার এগিয়ে যায় আল-নাসের। এ সময় গোলপোস্টের সামনে বল পেয়ে যান রোনালদো। তিনি ব্যাকহিলে সেটা বাড়িয়ে দেন মাদুকে। মাদু আলতো টোকায় জালে পাঠান।

যদিও প্রথমে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলেছিলেন। কিন্তু ভিএআর চেকে টিকে যায় গোলটি। তাতে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদো-আব্দুলরহমানরা।