06 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজার আইডয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী

Share

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার আইডিয়াল কে.জি এন্ড হাই স্কুলের বার্ষিক দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের রঘুনন্দনপুর স্কুল প্রাঙ্গণে স্কুলের সভাপতি মো: লিয়াকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য হাসান আহমেদ জাবেদ, কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, স্কুল কমিটির সহ সভাপতি আজাদুর রহমান, ব্যবসায়ী আব্দুর রকিব, মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান রাহেল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক হুমায়ুন আহমেদ ও পারভেজ আহমদ।
স্কুলের সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এমরান হোসেন মজুমদার।
দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা আনসারুল হক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ।