21 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

সিকিমে ভূমিকম্প

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক তিন।

সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ১২০ কিলোমিটার দূরের শহর ইউকোসাম। এই শহরের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৫ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়। প্রায় পুরো সিকিমই কেঁপে ওঠে এতে।

সিকিমের ইউকোসাম শহরটি পর্যটকদের কাছে প্রিয় শহর। অনেকেই এখানে বেড়াতে যান। এটা সিকিমের ঐতিহাসিক শহর। ১৬৪২ সালে সিকিমের রাজাদের রাজধানী ছিল এই শহর। তবে যেহেতু ভূমিকম্প খুব তীব্র ছিল না, তাই ক্ষয়ক্ষতি বেশি হয়নি বলে অনুমান করা হচ্ছে।

এরআগে রোববার আসামে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার। উত্তরপূর্বের দুটি রাজ্যে পরপর দুই দিন ভূমিকম্প হওয়ায় প্রশাসন সতর্ক হয়েছে।

কয়েকদিন আগেই বিধ্বংসী ভূমিকম্প হয়েছে তুরস্ক ও সিরিয়ায়। বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এ ভূমিকম্পের ফলে। সেখানে উদ্ধারকাজ এখনও চলছে। ৫০ হাজার মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করছে জাতিসংঘ।

ডয়েচে ভেলে