27 July 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

রাশিয়া ইউক্রেনের ওপর হামলা তীব্র করছে

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

পশ্চিমা বন্ধুদের কাছ থেকে ট্যাঙ্ক পাওয়ার আগেই তীব্র রুশ হামলার মুখে পড়েছে ইউক্রেন। শুক্রবার ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর শুক্রবার দেশের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে সবচেয়ে তীব্র রুশ হামলার মুখে পড়তে হয়েছে। 

খারকিভের উত্তর-পূর্ব অঞ্চলের গভর্নর ওলেহ সিনহুবভ বলেছেন, ‘যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর লড়াই চলছে।’ ইউক্রেনীয় বাহিনী এখনও রুশ বাহিনীকের আটকে রেখেছে।
এর আগে বুধবার জার্মানি ও যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাঙ্ক সরবরাহের ঘোষণা দেয়। এর পরের দিনই ইউক্রেন ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ওই হামলায় নিহত হয়েছে ১১ জন। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ৪৭টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
এদিকে শুক্রবার রাশিয়া জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর তীব্র হামলা চালানো হয়েছে। এছাড়া সমরাস্ত্র অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে। পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র বোঝাই জাহাজেও হামলা চালানো হয়েছে।