22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

সিলেটে বিপিএল দেখতে যেভাবে টিকেট সংগ্রহ করতে হবে

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় পর্বের খেলা শেষ হয়েছে। সাকিব আল হাসান-তামিম ইকবালরা এখন চায়ের শহর সিলেটে অবস্থান করছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হবে সিলেটে চতুর্থ পর্ব। চার দিন মিলিয়ে সর্বমোট ৮টি ম্যাচ হবে সিলেটে।

সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) থেকে। ঢাকা ও চট্টগ্রামের মতো সিলেটেরও দুটি কাউন্টারে পাওয়া যবে এবারের বিপিএলের টিকিট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন লাক্কাতুরা ও সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন রিকাবিবাজার কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে বিপিএলের টিকিট।

সিলেটেও বিপিএলের ম্যাচ দেখতে টিকিটের মূল্য পড়বে সর্বনিম্ন ২০০ টাকা। এছাড়া ৩০০, ৫০০ ও সর্বোচ্চ গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য ধরা হয়েছে ১৫শ টাকা।