23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

জুড়ীতে হত্যা মামলার পলাতক আসামী সাইদুরকে খুঁজছে পুলিশ

Share

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে হত্যা মামলার পলাতক আসামী সাইদুরকে খুঁজছে পুলিশ। সাইদুর রহমান জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে হত্যার একমাত্র আসামী। হত্যার পর থেকে সাইদুর রহমানকে গ্রেফতারে একাধিক অভিযান চালিয়েও তাকে খোঁজে পায়নি পুলিশ।
জানা যায়, গত বছরের জুন মাসের ৮ তারিখে পশ্চিমজুড়ী ইউনিয়নের মোহাম্মপুর এলাকায় এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনায় ঐ দিন তরুণীর মা হাসনা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আমতৈল গ্রামের সাইদুর রহমানকে একমাত্র আসামী করা হয়। এ মামলার আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, আসামী সাইদুর রহমানকে গ্রেফতার করা যায়নি। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। যেকোন সময় তাকে গ্রেফতার করা হবে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, এই হত্যার পেছনে জড়িত থাকার অভিযোগে মামলার এজাহারভূক্ত আসামীকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের পুলিশ কাজ করে যাচ্ছে। যেকোন সময় মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।