22 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

শীতের সকালে এক পশলা বৃষ্টি

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

বাংলা ক্যালেন্ডার সালের হিসাবে চলছে পৌষ মাস। শীতকালের এ সময়ে পাতার গায়ে জমে কুয়াশা, প্রকৃতিজুড়ে থাকে শীতের আবহ। এই আবহের মধ্যে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালটা রাজধানীবাসীর মধ্যে ধরা দিলো ভিন্নভাবে, বৃষ্টিস্নাত হয়ে।

এদিন সকাল সোয়া ৬টার পর রাজধানীতে এক পশলা বৃষ্টি হয়েছে। তাতে শীত বেশি অনুভূত না হলেও ব্যাঘাত ঘটিয়েছে স্বাভাবিক কর্ম। সকালে ঘর থেকে বের হওয়া লোকজনকে মাথা গুজতে হয়েছে নিরাপদ আশ্রয়ে।

বৃষ্টির পরিমাণ যে ভালোই ছিল তার জানান দিয়েছে সড়কের পাশে জমে থাকা পানি। এছাড়া বৃষ্টির পর প্রকৃতিতে কুয়াশার দাপট খানিকটা বেড়ে যায়। সড়কে পথ চলতে কোনো কোনো গাড়িকে হেডলাইট জ্বালাতে হয়।

এর আগে সোমবার সিলেটে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। আর আরো দুইদিন বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে বলেও জানায় সংস্থাটি।