23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। সরকারি টেলিভিশন চ্যানেল রশিয়া ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

পুতিন বলেছেন, ‘আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে জড়িত প্রত্যেকের সাথে আলোচনা করতে প্রস্তুত, তবে এটি তাদের উপর নির্ভর করে – আমরা যারা আলোচনা করতে অস্বীকার করছি না তাদের ওপরে নয়।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা সঠিক পথে কাজ করছি, আমরা আমাদের জাতীয় স্বার্থ, আমাদের নাগরিকদের, আমাদের জনগণের স্বার্থ রক্ষা করছি। আমাদের নাগরিকদের রক্ষা করা ছাড়া আমাদের আর কোন উপায় নেই।’

পশ্চিমারা রাশিয়াকে ছিন্নভিন্ন করার চেষ্টা করছে অভিযোগ করে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘এর মূলে রয়েছে আমাদের ভূ-রাজনৈতিক প্রতিপক্ষের নীতি, যাদের লক্ষ্য রাশিয়াকে, ঐতিহাসিক রাশিয়াকে ছিন্নভিন্ন করা।’