ফটোনিউজবিডি ডেস্ক:
পাকিস্তানের কালাত বিভাগের বিভাগীয় সদর দপ্তর খুজদারে বোমা বিস্ফোরণে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন গুরুতর। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানিয়েছে, খুজদারে শপিং এলাকায় প্রথম বোমা বিস্ফোরণে ৭ জন আহত হয়। পরে আরও একটি বোমা বিস্ফোরিত হয়, এতে ১৩ জন আহত হয়। পুলিশের তদন্তকারীরা ধারণা করছেন, এটি একটি রিমোট কন্ট্রোল বোমা।
আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা জান সাসোলি বলেন, দুটি বোমাই অল্প ব্যবধানে রিমোট কন্ট্রোল ডিভাইস দিয়ে বিস্ফোরিত হয়।
তিনি বলেন, প্রথম বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের প্রভাবে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আমরা ২০ জন আহত পেয়েছি। খুজদার জেলা প্রশাসক, ডিআইজি ও এসএসপি ঘটনাস্থল পরিদর্শন করেন।
সূত্র: ডন