22 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

তুর্কি সাংবাদিকের প্রত্যর্পণে বাধা

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

সুইডেনের সুপ্রিম কোর্ট সোমবার (১৯ ডিসেম্বর) এক নির্বাসিত তুর্কি সাংবাদিকের প্রত্যর্পণে বাধা দিয়েছেন।

তুরস্কের জামান দৈনিকের সাবেক এডিটর-ইন-চিফ বুলেন্ট কেনেসকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ‌অনেকগুলো বাধা ছিলো বলে এক আদেশে আদালত জানিয়েছে।

২০১৬ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এই সাংবাদিকের ওপর।

আদালত জানায়, কেনেসের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে যেগুলো সুইডেনে আসলে অপরাধ নয়। মামলার রাজনৈতিক প্রকৃতি এবং সুইডেনে তার শরণার্থী অবস্থা এই প্রত্যর্পণকে অসম্ভব করে তুলেছে।

সুপ্রিম কোর্টের বিচারক পেটার এসপ এক বিবৃতিতে বলেছেন, এই ব্যক্তি যে রাজনৈতিক বিশ্বাস মেনে চলেন তাতে তার ওপর নিপীড়ন হওয়ার ঝুঁকি রয়েছে। তাই এমন পরিস্থিতিতে প্রত্যর্পণ ঘটতে পারে না।

কেনেস সংবাদ সংস্থা এএফপিকে বলেন, এরদোয়ান সরকার তার উপর যে অভিযোগগুলো এনেছে তার সব বানোয়াট।

সুইডেনের ন্যাটো সদস্যপদ অনুমোদনের জন্য তুরস্ক বুলেন্ট কেনেসকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া. দ্য স্ট্রেইটস টাইমস।