ফটোনিউজবিডি ডেস্ক:
জামায়াতে ইসলামির ২০২৩-২০২৫ কার্যকালের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ২ ডিসেম্বর (শুক্রবার) কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
সভায় ২০২৫ সাল পর্যন্ত দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারি সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদ গঠিত হয়।
২০২৩-২০২৫ কার্যকালের জন্য নায়েবে আমির নির্বাচিত হন অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আনম শামসুল ইসলাম। সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সহকারি সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হন মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মো. শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।
২০২৩-২০২৫ কার্যকালের জন্য কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে।
মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।