22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মুশফিক তামিমদের নিয়ে এবারের বিসিএল

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

চলতি মাসের (২০ নভেম্বর) থেকে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এবারের আসর মাঠে গড়াতে যাচ্ছে। ভারত সিরিজের আগে শুরু হতে যাওয়া ওয়ানডে ফরম্যাটের এ টুর্নামেন্টে খেলবেন তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমের মতো তারকা সব ক্রিকেটাররা।

এবারের বিসিএলে অংশ নিবে চার দল। এর মধ্যে সেন্ট্রাল জোন, বিসিবি সাউথ, বিসিবি নর্থ ও ইসলামী ব্যাংক।

ফাইনাল ছাড়া বাকি ৬ টি ম্যাচ মাঠে গড়াবে বিকেএসপিতে। এরপর দিবারাত্রির ফাইনাল ম্যাচ ২৭ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট।

একনজরে বিসিএলের সূচি
২০ নভেম্বর-
সেন্ট্রাল জোন বনাম ইসলামী ব্যাংক- সকাল ৯ টা, বিকেএসপি ৩
বিসিবি সাউথ বনাম বিসিবি নর্থ- সকাল ৯ টা, বিকেএসপি ৪

২২ নভেম্বর-
সেন্ট্রাল জোন বনাম বিসিবি সাউথ- সকাল ৯ টা, বিকেএসপি ৪
বিসিবি নর্থ বনাম ইসলামী ব্যাংক- সকাল ৯ টা, বিকেএসপি ৩

২৪ নভেম্বর-
সেন্ট্রাল জোন বনাম বিসিবি নর্থ- সকাল ৯ টা, বিকেএসপি ৩
বিসিবি সাউথ বনাম ইসলামী ব্যাংক- সকাল ৯ টা, বিকেএসপি ৪

২৭ নভেম্বর-
ফাইনাল- বেলা ১২ টা ৩০, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম