06 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজার জেলা ছাত্রদল সভাপতিসহ আটক ৫

Share

স্টাফ রিপোর্টার:

সিলেটের সমাবেশ নিয়ে গণসংযোগের সময় মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়াসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৩ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া (৩০), পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন (৩৯), ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক তাজুল চৌধুরী (২৫), ছাত্রদল কর্মী সাব্বির আহমদ (২৩) ও শাকিল মিয়া (১৮)।

জানা যায়, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান গ্রুপের নেতাকর্মীরা সিলেট বিভাগীয় সমাবেশ নিয়ে গণসংযোগ করছিলেন। শহরের চৌমুহনা এলাকায় লিফলেট বিতরণ করার সময় পুলিশ ঘটনাস্থলে আসে। এসময় ছাত্রদলের সভাপতিসহ ৫ নেতা ও কর্মীকে আটক করে পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক বলেন, শহরের চৌমুহনা এলাকা থেকে তাদের আটক করা হয়। আমরা এখনো মাঠে আছি। আমাদের অভিযান অব্যাহত আছে।