24 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

চলছে জেলার সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষার রেজিস্ট্রেশন

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

আপনি কি শিক্ষার্থী ?

মৌলভীবাজার জেলার যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যায়ন করছেন?
অথবা তাদের অভিভাবক, তাহলে জেলার সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করুন।
মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী (বিআইএস) মৌলভীবাজার এর উদ্যোগে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন মেধা বিকাশ ও সৃজনশীলতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করতে যাচ্ছে মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রে আগামী ২৪ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে জেলার সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষা।

প্রত্যেকের নিজ নিজ পাঠ্য বই থেকে ১০০ নাম্বারে লিখিত পরীক্ষার রেজিষ্ট্রেশন চলছে। আপনি অংশগ্রহণ করতে আজই আপনার রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করুন।
মনে রাখবেন অতীতের মত এই মেধা যাচাই পরীক্ষায় যারা বিজয়ী হবে তাদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের যে কোন একজন মাননীয় মন্ত্রী অথবা দেশের খ্যাতনামা সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতিতে ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে ।

রেজিস্ট্রেশন ফরম পাওয়া যাচ্ছে।

শেখ বোরহান উদ্দিন( রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর কার্যালয়।
রয়েল ম্যানসন (দ্বিতীয় তলা) শ্রীমঙ্গল রোড, বেরির পাড়, মৌলভীবাজার ।
আধুনিক ট্যুরিজম, আব্দুল মতিন কমপ্লেক্স (দ্বিতীয় তলা) সৈয়দ মোজতবা আলী রোড, চৌমূহনা, মৌলভীবাজার।
01716080944
অথবা উপজেলা প্রতিনিধিদের মাধ্যমে যোগাযোগ করে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করতে পারবেন।
মৌলভীবাজার সদর উপজেলা-০১৭১৫ ১৭৪৬৩৭, শ্রীমঙ্গল উপজেলা- +৮৮০১৭৮২০২০০৫০, জুড়ী উপজেলা- ০১৭১৯ ৫৭৭৬৭৬, কুলাউড়া উপজেলা- ০১৭৯৩ ৯০৮২৮২, কমলগঞ্জ উপজেলা- ০১৭৪৮১৩২৩৮৪, রাজনগর উপজেলা-০১৭১৬ ৩৯৫২৭৫, বড়লেখা উপজেলা-০১৭৫৪ ৯৬৩৫৩৮।