02 January 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ইংল্যান্ডের উড়ন্ত সূচনা

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভাল হয় নি পাকিস্তানের। দলের দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান পারেননি দলকে শুভসূচনা এনে দিতে।

যে কারণে তৃতীয় ওভারে এসে ম্যাচে প্রথম বাউন্ডারির দেখা পায় পাকিস্তান। ৬ দিয়ে বাউন্ডারির খাতা খোলেন রিজওয়ান। যদিও এরপরেই ব্যক্তিগত ১৫ রানে স্যাম কারানের বলে বোল্ড হয়ে ফিরে যান এই ওপেনার। এর আগে পরে পাওয়ারপ্লেতে ইংলিশ বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করেছেন, এমনটা বলাই যায়।

১২.২ ওভারে পাকিস্তান সংগ্রহ করে ৮৫ রান ৪ উইকেট হারিয়ে। বর্তমানে ক্রিজে আছেন শান মাসুদ। তিনে নামা মোহাম্মদ হারিস ফিরেছেন দলীয় ৪৫ রানে। এবার পাক শিবিরে আঘাত হানেন আদিল রশিদ। হারিসকে ক্যাচ আউটের ফাঁদে ফেলে ৮ রানে বিদায় করেন রশিদ।