22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ তথা নিম্নকক্ষ এবং সিনেট বা উচ্চকক্ষে মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাভুটি শেষে এখন চলছে গণনা।

অনেক রাজ্যে ফলও প্রকাশিত হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, রিপাবলিকানরা বেশ এগিয়ে রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে বলা যায়, প্রেসিডেন্ট জো বাইডেন বেশ সমস্যায় পড়তে যাচ্ছেন।

অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৯ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ১৭৯টি আসনের ফল পাওয়া গেছে।

এর মধ্যে বাইডেনের ডেমোক্র্যাটসরা পেয়েছে ৬৬টি আসন। আর ট্রাম্পের রিপাবলিকানরা পেয়েছে ১১৩টি আসন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হবে। অন্যদিকে উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ১০০টি আসনের মধ্যে কমপক্ষে ৫১টি আসনে জয় পেতে হবে।

সিএনএনের দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাটসরা সিনেটের ৩৮টি আসন এবং রিপাবলিকানরা সমান ৩৯টি আসন পেয়েছে।

মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের ওপর বাইডেনের বাকি মেয়াদ কেমন যাবে তা অনেকাংশে নির্ভর করবে। যদি রিপাবলিকানরা নিয়ন্ত্রণ পায় বিভিন্ন ইস্যুতে বাইডেন বিপদে পড়বেন। আইন পাশ করতেও বাধার মুখে পড়বেন বাইডেন প্রশাসন।

সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয় বলে একে মধ্যবর্তী নির্বাচন বলা হয়। মধ্যবর্তী নির্বাচনকে প্রেসিডেন্টের নেতৃত্বের গণভোট হিসেবেও দেখা হয়।