ফটোনিউজবিডি ডেস্ক:
ব্যাংকের চাকরির আবেদনে বয়স ছাড় দিয়ে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে করোনার সময় যেসব চাকরিপ্রার্থীর বয়স ৩০ অতিক্রম করেছে তারাও ব্যাংকে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
বুধবার (২ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে যে সকল ব্যাংক চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সকল ব্যাংককে আগামী ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছে কেন্দ্রীয় ব্যাংক।
অর্থাৎ যেসব প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত ৩০ বছর ছিল, তারাও ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকের চাকরিতে নিয়োগের জন্য যোগ্য হবেন। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে।