14 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

কমিউনিটি ক্লিনিকে চাকরি

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইসড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যানের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের ৭৯৮টি শূন্য পদের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

কমিউনিটি বেইসড হেলথ কেয়ারের দেওয়া পরীক্ষা গ্রহণ–সংক্রান্ত এক কোটেশনে এই তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ১১ নভেম্বর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা নেওয়া হবে।

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদে জনবল নিয়োগের জন্য গত এপ্রিল মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আবেদনের শেষ সময় ছিল ৯ মে। আবেদনের যোগ্যতা ছিল সর্বনিম্ন এইচএসসি পাস।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির অধীন এই প্রকল্প পরিচালিত হচ্ছে।