14 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

সাংবাদিক হোসাইনের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার প্রেসক্লাব

Share

স্টাফ রিপোর্টার:

দৈনিক যুগান্তর পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক হোসাইন আহমদের উপর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার প্রেসক্লাব।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত বলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগান্তর পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ গত ২৯ অক্টোবর রাতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ এম সাইফুর রহমান সড়কের প্রধান ডাকঘরের কাছে এ বর্বর হামলার ঘটনা ঘটেছে। আহত হোসাইন আহমদ ধারণা করছেন সংবাদ সংক্রান্ত ঘটনার প্রেক্ষিতে হামলার শিকার হয়েছেন। এ ধরণের ঘটনা খুবই দুঃখজনক ও নিন্দনীয়।
বিবৃতিতে বলা হয়, একজন সংবাদ কর্মীর ওপর এমন বর্বরোচিত হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য অন্তরায় বলে আমরা মনে করি। মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যকরী পরিষদসহ সাংবাদিকবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এই ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিতপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।