19 March 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

শক্তিশালী ভূমিকম্পে কাপলো ফিলিপাইন

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

ফিলিপাইনের উত্তরাঞ্চল ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ১০টা ৫৯ মিনিটে ডোলোরেসের শহরের কাছে, রাজধানী ম্যানিলা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের তীব্রতা বেশি অনুভূত হয়।

মার্কিন জিওলজিক্যাল সার্ভিস জানিয়েছে, আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় অবস্থান করছে এবং একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আল জাজিরা জানায়, ডোলোরেস শহরের পুলিশ কর্মকর্তা জেফরি ব্লেন্স বলেন, ভূ-কম্পনের সময় লোকজন আতঙ্কে বাড়ির বাইরে রাস্তায় বের হয়ে আসেন। প্রাথমিকভাবে রাস্তাঘাট ও একটি হাসপাতালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র : আল জাজিরা