22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

রাজনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Share

রাজনগর প্রতিনিধি ::

রাজনগরে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে রাজনগর সড়ক বিভাগ (সওজ)।

মঙ্গলবার (১১ অক্টোবর) উপজেলার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ মহাসড়কের মুন্সিবাজারে এই অভিযান চালানো হয়।

এসময় ওই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা১০০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ।

মৌলভীবাজার সড়ক বিভাগের প্রকৌশলী জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকৌশলী জিয়া উদ্দিন বলেন, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে  প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ ব্যাপারে রাজনগর উপজেলা ভূমি অফিসার মিজ সানজিদা আক্তার বলেন,সরকারি জমি দখল মুক্ত করাই আমাদের আজকের অভিযানের লক্ষ্য,পর্যায়ক্রমে উপজেলার সকল সরকারি জমি দখলমুক্ত করার জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের জমির সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়।

উচ্ছেদ অভিযানে রাজনগর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রিয়াঙ্কা পাল, অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় সহ সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ৬৫ঃ৬৫ শতাংশ সড়ক ও জনপদ বিভাগের জমি উদ্ধার করা হয় যার বাজার মূল্য ১৫ কোটি টাকার ও বেশি।

বাজারের একাধিক ব্যাবসায়ী বলেন, জমি থেকে মালপত্র সরানোর জন্য সময় দেয়া হয়েছে তাই আমাদের তেমন ক্ষতি হয়নি।