12 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

রাশিয়া পারমাণবিক যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করছে: জেলেনস্কি

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

পারমাণবিক যুদ্ধের জন্য রুশ সমাজকে প্রস্তুত করা হচ্ছে বলে অভিযোগ করে এই হুমকি বন্ধে বিশ্বকে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার (৭ অক্টোবর) বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি একথা বলেন।

জেলেনস্কি বলেন, রাশিয়া তাদের সমাজকে প্রস্তুত করতে শুরু করেছে। যা খুবই বিপজ্জনক। তারা এটি (পারমাণবিক যুদ্ধ) করতে প্রস্তুত নয়, কিন্তু এ ধারণা ছড়িয়ে দিতে শুরু করেছে। 
তিনি আরও বলেন, রাশিয়ার হুমকি গোটা বিশ্বের জন্যই ঝুঁকি হয়ে ওঠায় এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। 
রাশিয়া ইউক্রেইনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করেছে। ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণবিক কেন্দ্রকে রাশিয়া নিজেদের সম্পত্তি বানাতে চাইছে বলে অভিযোগ করেন জেলেনস্কি।