27 July 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ছাত্র অধিকারের ২৪ নেতা কারাগারে

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

রাজধানীর শাহবাগ থানায় করা মারধর ও হত্যাচেষ্টার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 
শনিবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়। এসময় বিচারক আগামী ১১ অক্টোবর আসামিদের জামিন শুনানির তারিখ ধার্য করেন।

কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, মো. সাদ্দাম হোসেন, মো. তসলিম হোসাইন অভি, আব্দুল কাদের, মো. তরিকুল ইসলাম, মামুনুর রশিদ, নাজমুল হাসান, রাকিব, আরিফুল ইসলাম, আসিফ মাহমুদ, তাওহীদুল ইসলাম তুহিন, এইচএম রুবেল হোসেন, ইউসুফ হোসেন, মিজান উদ্দিন, বেলাল হোসেন, ওমর ফারুক জিহাদ, আবু কাউছার, জাহিদ আহসান, মোয়াজ্জেম হোসেন রনি, সানাউল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ, মো. রাকিব ও সাজ্জাদ হোসেন পারভেজ।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর মুহাম্মদ আরিফুল হক তপু আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। 
আসামিদের পক্ষে শিশির মনির, মুজাহিদুল ইসলাম প্রমুখ আইনজীবী জামিন আবেদন করেন। 

শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর নিজাম উদ্দিন ফকির এতথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্বিবদ্যালয় শাখার সভাপতি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ ২৪ নেতাকর্মীকে আটক করে শাহবাগ থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীরা বাদী হয়ে শাহবাগ থানায় দুটি মামলা করেন।