22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হামলায় আহত

Share

কুমিল্লার মনোহরগঞ্জে হামলার শিকার হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। হামলায় মাথায় জখম এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। এ ঘটনায় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেনও আহত হয়েছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিপুলাসার এলাকায় হামলা করা হয়। তারা কারা এবং কেন হামলা হয়েছে, তা জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, বরকত উল্লাহ বুলু বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ী থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে তিনি মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় অবস্থিত মক্কা হোটেলে বিরতি দেন। স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে ওই হোটেলে নাস্তা করার সময় হঠাৎ তাদের উপর হামলা চালানো হয়। এতে বরকত উল্লাহ বুলু এবং শরীফ হোসেন আহত হন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা সারওয়ার জাহান দোলন জানান, বিপুলাসার বাজারে চা দোকানে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ হোসেনসহ চা খাচ্ছিলেন বরকত উল্লাহ বুলু। এমন সময় দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লায় নিয়ে আসা হচ্ছে বলে জানান তিনি।
হামলার বিষয়টি নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শফিউল আলম বলেন, ‘হামলা হয়েছে বলে শুনেছি। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *