22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে একক চেয়ারম্যান প্রার্থী মিছবাহুর রহমান

Share

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। প্রতিদ্বন্দ্বি কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
মিছবাহুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার বেলা ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সাধারণ সদস্য পদে ২৮জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলার ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মোট (নির্বাচকমন্ডলীর সদস্য) ভোটার ৯৫৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *